রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ , ১৬ রমজান ১৪৪৬

দেশ
  >
জাতীয়

ব্রিজ নির্মাণের আগে আরও সতর্ক হওয়ার নির্দেশ নৌ প্রতিমন্ত্রীর

নিউজজি প্রতিবেদক ২৬ জানুয়ারি , ২০২৩, ১২:৪৭:৩৯

147
  • ব্রিজ নির্মাণের আগে আরও সতর্ক হওয়ার নির্দেশ নৌ প্রতিমন্ত্রীর

ঢাকা: নদীর উচ্চতার সাথে সামঞ্জস্য রেখে ব্রিজ নির্মাণ করার ব্যাপারে ডিসিদের প্রতি বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। কোনো ব্রিজ যেন পরবর্তীতে আবার ভেঙে ফেলতে না হয় সে বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগের আলোচনা শেষে এসব বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভারত থেকে আসা গঙ্গাবিলাস জাহাজটি যাতে বাংলাদেশে ভালোভাবে নোঙ্গর করতে পারে এবং যাত্রীরা ঠিকভাবে ভ্রমণ করতে পারে সে ব্যাপারে ডিসিদের নজর দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

এই জাহাজ চালু হলে দুই দেশের ব্যবসা বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হবে। সভা শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙন রোধে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্দিষ্ট জায়গা থেকে বালু উত্তোলন করতে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন