রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১ , ১ জুমাদিউল আউয়াল ১৪৪৬

দেশ
  >
রাজনীতি

সংরক্ষিত আসনে জাপার মনোনয়ন পেলেন যারা

নিউজজি প্রতিবেদক ১৫ ফেব্রুয়ারি , ২০২৪, ১৯:৪২:৪২

655
  • ছবি: সংগৃহীত

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দুইজনকে মনোনয়ন দিয়েছে বিরোধী দল জাতীয় পার্টি। তাদের মধ্যে রয়েছেন, সাবেক এমপি অ্যাডভোকেট সালমা ইসলাম (ঢাকা) ও নূরুন নাহার বেগম (ঠাকুরগাঁও)।

দলের সংসদীয় কমিটি পক্ষ থেকে এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড সালমা ইসলাম ও নূরুন নাহারকে মনোনয়ন প্রদান করেছে।

দ্বাদশ সংসদ নির্বাচনে ২৬ আসনে আওয়ামী লীগের সঙ্গে জাপার সমঝোতা হয়। শেষ পর্যন্ত ১১ আসনে দলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সমঝোতার বাইরে দলের কোন প্রার্থী বিজয়ী হতে পারেননি। এরমধ্যে ৯০ ভাগ প্রার্থী জামানত হারিয়েছেন।

১১ এমপির বিপরীতে ৫০জন সংরক্ষিত নারী আসনের মধ্যে জাপার ভাগে পড়েছে মাত্র দুটি। বাকি ৪৮টি সংরক্ষিত নারী আসনে গত বুধবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন