সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ , ১৮ শাবান ১৪৪৬

দেশ
  >
রাজনীতি

বিএনপির রাজনীতি বেপরোয়া গাড়ির চালকের মতো : কাদের

নিউজজি প্রতিবেদক ১৭ ফেব্রুয়ারি , ২০২৪, ১৩:৩০:৪৫

600
  • বিএনপির রাজনীতি বেপরোয়া গাড়ির চালকের মতো : কাদের

ঢাকা: হাতাশা ও নিরাশা থেকে বিএনপির নেতারা এখন অনেক কথাই বলছেন। বেপরোয়া গাড়ির চালকের মতো বেপরোয়া রাজনীতির চালক বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল জেল থেকে বের হয়ে তার একই বক্তব্যের পুনরাবৃত্তি শুরু করেছে। বিএনপি কোথা থেকে কতদূর পর্যন্ত ঘুরবে তা আওয়ামী লীগের জানা নেই।

বিএনপির কথার ফুলঝুড়ি অনেক শুনেছেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা একই কথা বারবার বলে জনগণের কাছে নিজেদের খাটো করছে। জনগণের সাথে কোনো সম্পৃক্ততা নেই দলটির। বারবার আন্দোলনের ডাক দিয়ে ব্যর্থ হয়েছে বিএনপি।

ওবায়দুল কাদের আরও বলেন, মানুষ জেনে-শুনেই শেখ হাসিনাকে ভোট দিয়েছে। দেশের উন্নয়ন ও মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য।

নিউজজি/এমএফ/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন