বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ , ২০ শাবান ১৪৪৬

দেশ
  >
রাজনীতি

আমরা ভালোকে অবশ্যই ভালো বলব : সালমা ইসলম

নিউজজি প্রতিবেদক ১৮ ফেব্রুয়ারি , ২০২৪, ১৭:১৯:৫১

405
  • আমরা ভালোকে অবশ্যই ভালো বলব : সালমা ইসলম

ঢাকা: সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির মনোনয়ন পাওয়া সালমা ইসলাম বলেছেন, আমরা কেন অলংকার হব? জাতীয় পার্টি সংসদে বিরোধী দল। আমরা সবসময় সমালোচনাটাই করব। আমরা ভালোকে অবশ্যই ভালো বলব। যেটা ভালো না সেটি তুলে ধরব

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা শেষে এসব কথা বলেন তিনি।

সালমা ইসলাম বলেন, আমি জনগণের পাশে থাকব। জনগণের কথা সংসদে তুলে ধরব।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালমা ইসলাম বলেন, সম্মানের সঙ্গে লড়াই করাটা খুব আনন্দের। আজকে যদি নির্বাচিত হতে পারতাম, আমার মনটা অনেক বড় হত। আমি আনন্দ পেলাম খুব বেশি। আমি তো লড়াই করেছি, সেটাকে আমি ধরে নেব যে আমি জয়ী হয়েছি।

তিনি আরও বলেন, পার্লামেন্টে কথা বলার মতো ক্যাপাসিটি (সক্ষমতা) আমাদের আছে। সরকারের দুর্বলতাগুলো ধরিয়ে দেওয়া, সরকারের দুঃশাসন-দুর্নীতির বিরুদ্ধে উচ্চকণ্ঠে গত পার্লামেন্ট বলেছি, এই পার্লামেন্ট নিশ্চয়ই বলব। আমাদের ওপর জাতি ভরসা রাখতে পারে।

নিউজজি/এমএফ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন