মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ , ৮ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ
  >
রাজনীতি

চার্জ দ্য অ্যাফেয়ার্স আসিফ রহমানের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ

নিউজজি প্রতিবেদক ৭ অক্টোবর , ২০২৪, ১৮:৩০:৫৪

100
  • ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ দূতাবাস টোকিওর চার্জ দ্য অ্যাফেয়ার্স শাহ আসিফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাপানে সফররত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সোমবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় টোকিওর বাংলাদেশ দূতাবাসে তাদের মধ্যে মতবিনিময় হয়। এ সময় তারা জাপান-বাংলাদেশ সম্পর্কোন্নয়ন ও জাপান প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোকপাত করেন

বাংলাদেশে ছাত্র-জনতার বিপ্লবে পরিবর্তিত পরিস্থিতিতে চার্জ দ্য অ্যাফেয়ার্স শাহ আসিফ রহমানসহ দূতাবাস কর্মকর্তাদের উদ্দেশে গোলাম পরওয়ার বলেন, জাপান-বাংলাদেশ ব্যবসা উন্নয়ন, বিনিয়োগের পাশাপাশি ছাত্র, শ্রমিকসহ বিভিন্ন সেক্টরে প্রচুর পরিমাণে মানুষের কর্মসংস্থান কীভাবে সৃষ্টি করা যায়, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমদ, সাবেক সভাপতি মিসবাহুল কবির, জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মারুফ এবং টোকিও বাংলাদেশ দূতাবাসের পক্ষে আরো উপস্থিত ছিলেন পলিটিক্যাল মিনিস্টার শেখ ফরিদ, ফার্স্ট সেক্রেটারি (শ্রম) জয়নাল আবেদীন প্রমুখ।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন