বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ , ১৮ রমজান ১৪৪৫

দেশ
  >
জনপদ

শার্শা সীমান্ত থেকে পিস্তল-গুলি-ম্যাগজিন উদ্ধার

যশোর প্রতিনিধি ১৮ অক্টোবর , ২০২১, ১৪:০৭:১১

167
  • ছবি : সংগৃহীত

যশোর: শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে পিস্তল, গুলি, ম্যাগজিন ও ২০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবার (১৮ অক্টোবর) ভোরে সীমান্তের একটি মাঠ থেকে এসব উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক্যাম্পের সুবেদার সালে আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোগা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. দবির উদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে কালিয়ানি গ্রামের একটি মাঠে অভিযান চালায়। এ সময় চোরাচালানকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

পরে ব্যাগ খুলে তার মধ্যে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও ২০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। এসব অস্ত্র ও মাদক শার্শা থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন