মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ , ১৯ শাবান ১৪৪৬

দেশ
  >
জনপদ

চট্টগ্রাম-১৫ আসনে নদভীর পথের কাঁটা মোতালেব!

চট্টগ্রাম প্রতিনিধি ২৭ নভেম্বর , ২০২৩, ১২:১৩:১৬

245
  • ছবি : সংগৃহীত

চট্টগ্রাম: সাতকানিয়া-লোহাগাড়া ২টি উপজেলা নিয়ে গঠিত হয় চট্টগ্রাম-১৫ সংসদীয় আসন। জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়তে দলীয় মনোনয়ন ফরম নিয়েছিলেন ১৫ জন। এরমধ্যে হেভিওয়েট ৩ প্রার্থী। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ বাংলাদেশ আওয়ামী লীগ ৩য় বারের মত অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজমুদ্দিন নদভীকে মনোনয়ন দেয়া হয়।

গুরুত্বপূর্ণ এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দুবারের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট যুদ্ধে লড়াই করবেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি। দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এম.এ মোতালেব সিআইপি জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কর্তৃক সভার নির্দেশনা অনুযায়ী, লোহাগাড়া-সাতকানিয়ার তৃণমূলের নেতাকর্মীসহ সাধারণ জনগণের আশা এবং দাবির পরিপ্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে দলীয় কোন বাধা নেই, দল থেকে এমন নির্দেশনা আছে বলে জানান তিনি।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন