বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ , ৯ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ
  >
জনপদ

পঞ্চগড়ে নকল প্রসাধনী বিক্রির দায়ে ভোক্তার জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি ২৭ নভেম্বর , ২০২৩, ১৩:১৯:৩৭

326
  • ছবি : নিউজজি

পঞ্চগড়: দেবীগঞ্জে নকল প্রসাধনী বিক্রির দায়ে মায়ের দোয়া ভ্যারাইটিজ স্টোর নামে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় পৌর সদরের দেবীগঞ্জ বাজারের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শেখ সাদিক।

অভিযানে বিদেশি নকল প্রসাধনী বিক্রির দায়ে মেসার্স মায়ের দোয়া ভ্যারাইটিজ স্টোরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে ইমরান বেকারিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শেখ সাদিক জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার বিরোধী কাজ করায় ২ প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থাপনায় ১১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় এবং তৎক্ষণাৎ আদায় করা হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন