বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১ , ২২ রজব ১৪৪৬

দেশ
  >
জনপদ

গাইবান্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান

গাইবান্ধা প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি , ২০২৪, ১৬:৪৮:২০

557
  • ছবি : নিউজজি

গাইবান্ধা: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য শাহ্ সারোয়ার কবীর।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. আবু বকর সিদ্দিক, গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন, গাইবান্ধা পৌরসভা মেয়র মো. মতলুবর রহমান, মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মাহমুদুল হক শাহাজাদা, গাইবান্ধা সিভিল সার্জন ডা. মো. আব্দুল্লাহেল মাফী, গাইবান্ধা সরকারি কলেজের প্রফেসর মো. খলিলুর রহমান প্রমূখ। আলোচনা সভা শেষে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে একুশের প্রথম প্রহরে গাইবান্ধা কেন্দ্রীয় পৌর শহিদ মিনারে মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পণ করেন গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য শাহ্ সারোয়ার কবীর, জেলা আওয়ামী লীগ আবু বকর সিদ্দিক, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মো. কামাল হোসেন, পৌরসভা মেয়র মো. মতলুবর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষজন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন