মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ
  >
জনপদ

আখাউড়ায় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ৫ অক্টোবর , ২০২৪, ১৬:৪৬:০০

249
  • ছবি : নিউজজি

ব্রাহ্মণবাড়িয়া: আখাউড়ায় ১ কোটি ২ লাখ ৮২ হাজার টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে, ট্যাবলেট, হুইস্কি ও বিয়ার উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি)সদস্যরা। শুক্রবার (৪ অক্টোবর) রাত্র একটার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের জয়নগর এলাকা থেকে এসব ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার ভারতীয় পণ্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ গংগাসাগর বিওপির বিশেষ টহল দল, উজেলার মোগড়া ইউনিয়নের জয়নগর এলাকায় চোরাচালানীদের উদ্দেশ্য করে বিশেষ অভিযান চালায়।

এ সময় সীমান্ত পিলার ২০২৪/৯-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়নগর-খলাপাড়া নামক স্থান হতে ভারতীয় ৬৪৮ পিস বিভিন্ন প্রকার অ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে, ২ লাখ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট, ২৪ বোতল হুইস্কি এবং ২৪ বোতল বিয়ার উদ্ধার করা হয়। তবে বিজিবি টহল দলের উপস্থিতির টের পেয়ে চোরাকারবারীরা অবৈধ চোরাচালানী মালামাল ফেলে রেখে ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামালের মোট মূল্য ১ কোটি ২ লাখ ৮২ হাজার টাকা।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন