শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ , ১৬ মুহররম ১৪৪৭

দেশ
  >
জনপদ

রাজশাহীতে ক্লুলেস হত্যাকাণ্ডের একমাত্র আসামি গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি ৬ অক্টোবর , ২০২৪, ১২:০৮:২০

267
  • ছবি : নিউজজি

রাজশাহী: মহানগরীতে ক্লুলেস হত্যাকাণ্ডের একমাত্র আসামি মাসুম আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শুক্রবার (৪ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে রাজশাহী মহানগরের দামকুড়া থানাধীন কাদিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুম দামকুড়া থানাধীন কাদিপুর এলাকার দিঘিপাড়া এলাকার মো. আব্দুস সালামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টায় ভিকটিম সাজামুল তার ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হয় কিন্তু রাতে আর বাসায় ফেরেনি। গত ২২ অক্টোবর বেলা ১১টায় দামকুড়া থানাধীন কাদিরপুর ল পাড়া এলাকার আম বাগানের রাস্তায় চশমা ও জুতা দেখতে পেয়ে স্থানীয় লোকজন ভিকটিম সাজামুলের বাসায় খবর দেয়।

পরবর্তীতে ভিকটিমের পরিবার এসে আম বাগানের জঙ্গলে গিয়ে খোঁজাখুজি করে সাজামুলের মরদেহ পরে থাকে দেখে। এ ঘটনায় ২২ সেপ্টেম্বর সাজামুলের স্ত্রী অজ্ঞাত আসামি করে দামকুড়া থানায় মামলা দায়ের করে। মামলা রুজুর পর থেকেই র‌্যাব-৫, সদর কোম্পানীর একটি চৌকস দল ছায়া তদন্ত করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দামকুড়া থানাধীন কাদিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব জানায়, আসামি মাসুমকে জিজ্ঞাসাবাদে সে সাজামুল হত্যা ঘটনার সত্যতা স্বীকার করে।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন