বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ , ২১ জুমাদিউল আউয়াল ১৪৪৭

দেশ
  >
জনপদ

চাঁপাইনবাবগঞ্জে একটি প্রতিমা ভাঙচুর

নিউজজি ডেস্ক ৬ অক্টোবর , ২০২৪, ১৩:২৮:০৪

513
  • ছবি : নিউজজি

ঢাকা: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলা হাটে একটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (৫ অক্টোবর) দিনগত রাতে মা ভবানী দুর্গা ও কালিমাতা মন্দিরে এই ঘটনা ঘটে।

মন্দির কর্তৃপক্ষ জানায়, আসন্ন দুর্গোৎসবের জন্য প্রতিমাটি নির্মাণ করা হয়েছিল। শনিবার দিনগত রাতে দুর্বৃত্তরা প্রতিমার মাথাসহ অন্যান্য অংশ ভাঙচুর করে। এ সময় মন্দিরে কেউ ছিল না।

চাঁপাইনবাবগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ বলেন, শহরের অদূরে বটতলা হাট এলাকায় একটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

রোববার (৬ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন