মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ
  >
জনপদ

ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

নিউজজি ডেস্ক ৬ অক্টোবর , ২০২৪, ১৫:১৮:১৮

157
  • ছবি : সংগৃহীত

ঢাকা: কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্র সোহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে নিহতের স্বজন ও নৌ পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে আসেন।

এর আগে, গত শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় চিলমারীর রমনা ঘাটে সাঁতরাতে গিয়ে নিখোঁজ হন তিনি। নিহত সোহান রংপুরের হারাগাছ এলাকার রাজা মিয়ার ছেলে ও স্থানীয় একটি কলেজের অনার্সের ছাত্র ছিল।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, নিখোঁজ সোহান তার আরো ৪-৫ জন বন্ধু মিলে গত শুক্রবার চিলমারীর রমনা ঘাটে বেড়াতে আসেন। ঘোরাঘুরি শেষে সোহান সখের বসে ব্রহ্মপুত্র নদে সাঁতরাতে গিয়ে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরের দিন শনিবার নদে তল্লাশি করে তার সন্ধান পাননি তারা। 

চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনর্চাজ নারায়ণ বর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ ব্রহ্মপুত্র নদের ভাটির দিকে সুন্দরগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করে স্থানীয়রা। এর আগে ডুবুরি দল নদে তল্লাশি করে তার সন্ধান পায়নি।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন