বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ , ২১ জুমাদিউল আউয়াল ১৪৪৭

দেশ
  >
জনপদ

সিংড়ায় ২ শহিদ পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

সিংড়া (নাটোর) প্রতিনিধি ৬ অক্টোবর , ২০২৪, ১৫:৪৬:১১

288
  • ছবি : নিউজজি

নাটোর: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ সোহেল রানা ও হৃদয় আহমেদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন নাটোরের সিংড়া উপজেলা প্রশাসন। রোববার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা হলরুমে শহিদ হৃদয়ের বাবা রাজু আহমেদ ও শহিদ সোহেল রানার বাবা মো. মোত্তালেব হোসেনের হাতে ৫০ হাজার করে ২ পরিবারকে মোট এক লাখ টাকা সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার, সিংড়া থানার ওসি মো. আসমাউল হক, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক প্রমুখ।

এর আগে, ৭ সেপ্টেম্বর উপজেলার হাজীপুর নিজ বাড়িতে উপস্থিত হয়ে শহিদ রমজান আলীর পরিবারকে নগদ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা।

উল্লেখ, বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীতে পুলিশের গুলিতে নিহত হন সিংড়া উপজেলার রমজান আলী, সোহেল রানা ও হৃদয় আহমেদ।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন