বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ , ২১ জুমাদিউল আউয়াল ১৪৪৭

দেশ
  >
জনপদ

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, মা আহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ৬ অক্টোবর , ২০২৪, ১৫:৫৩:৫১

435
  • ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, মা আহত

ময়মনসিংহ: ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমান উল্ল্যাহ আমান নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার মা হাফিজা খাতুন আহত হয়েছে।

রোববার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোয়ারী গ্রামের কুচালিয়ারটেক পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত আমান উল্ল্যাহ কুচালিয়ারটেক পাড়ায় উসমান গনির ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে নিজের অটোরিকশায় চার্জ করতে যান আমান। এ সময় তিনি বিদ্যুস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে বাঁচাতে গিয়ে তার মা হাফিজা খাতুনও আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় আমানকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামছুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন