মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ
  >
জনপদ

শাহজাদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে জামায়াতে ইসলামীর সংবর্ধনা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ৬ অক্টোবর , ২০২৪, ১৫:৫৯:৪২

378
  • ছবি : নিউজজি

সিরাজগঞ্জ: শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) দুপুরে শাহজাদপুর পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন পিপিডি মিলনায়তনে উপজেলা জামায়াতের আমীর মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাস্টার আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সংবর্ধিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের বর্তমান সভাপতি বিমল কুন্ডু, নবনির্বাচিত সভাপতি এম এ জাফর লিটন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেন, নবনির্বাচিত কার্যকরী সদস্য সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির, সাগর বসাক, সিনিয়র সহ-সভাপতি রাসেল সরকার, সহ-সভাপতি মো. শামছুর রহমান শিশির, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদ, আমিনুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মাসুদ মোশাররফ, দপ্তর ও পাঠাগার সম্পাদক জহুরুল ইসলাম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এ হান্নান শেখ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পিএম পলাশ, ক্রীড়া ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, সদস্য জাহিদ হাসান, নিজাম উদ্দিন প্রমুখ।

ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেসক্লাবের বিদায়ী সভাপতি বিমল কুন্ডু তার বক্তব্যে বলেন, শাহজাদপুর প্রেসক্লাব প্রতিষ্ঠার ৪০ বছরের মধ্যে কোনদিনও কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রেসক্লাবের বিগত কোনো কমিটিকেই সংবর্ধনা দেয়া হয়নি। জামায়াতে ইসলামীর উদ্যোগে এবারই প্রথম প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা দেয়া হলো। এজন্য প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর সকল নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সভাপতির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর মো. মিজানুর রহমান বলেন, তথ্য যাচাই বাছাই করে সংবাদ প্রকাশ করবেন। শাহজাদপুরে কোনো মাদক ব্যবসা চলবে না, কোন অন্যায়, অবিচার, অনিয়ম চলবে না। এজন্য সকলের সগযোগীতা কামনা করছি।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল খালেক, বায়তুলমাল মাও. রফিকুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম, বাতুলমাল সম্পাদক মঈনুল ইসলামসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা ও পৌর জামায়াত নেতৃবৃন্দ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন