সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ , ১৯ জুমাদিউল আউয়াল ১৪৪৭

দেশ
  >
জনপদ

আশুলিয়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বৃক্ষরোপণ

সাভার প্রতিনিধি ৬ অক্টোবর , ২০২৪, ১৬:৫২:৩১

527
  • ছবি : নিউজজি

সাভার: আশুলিয়ায় অক্টোবর সেবা মাস উপলক্ষ্যে লায়ন্স ক্লাব অব ঢাকা এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, অসহায়দের আর্থিক সহায়তা প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। রোববার (৬ অক্টোবর) দুপুরে আশুলিয়ার জিরাব দেওয়ান ইদ্রিস কলেজ মাঠে দিনব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব ঢাকা সাভার এর সভাপতি দেলোয়ার হোসেন মাদবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব সাভারের পরিচালক ও সাবেক জেলা গভর্নর ৩১৫এ১ সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু।

এতে প্রায় ২ শতাধিক অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা ও পাশাপাশি রোগীদের বিনামূল্যে রক্ত পরীক্ষা, ডাইবেটিস নির্ণয়, হুইল চেয়ার বিতরণ করা হয়। এছাড়া অসহায় ১১টি পরিবারকে এক লাখ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মেধাবী ১০ জন শিক্ষার্থীকে এক লাখ টাকা প্রদান করা হয় এবং ৩৫০ জন মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে দুপুর খাবার বিতরণ করা হয়। পরে মেহগনি গাছের ১৫০টি চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে লায়ন্স ক্লাব, লিও ক্লাব অব ঢাকা, লিও ক্লাব অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ওয়ান প্লাস এর সহায়তায় ডেঙ্গু জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয়।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন