মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ
  >
জনপদ

পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভাই-বোন নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি ৬ অক্টোবর , ২০২৪, ১৭:০৪:২৯

162
  • পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভাই-বোন নিহত

ঠাকুরগাঁও: পীরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোন নিহত হয়েছে। নিহতরা হলেন- ৫ বছরের রাফিয়া ও ৩ বছরের সাফা। রোববার (৬ অক্টোবর) দুপুরে দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাফিয়া ওই গ্রামের দেলোয়ারের মেয়ে ও সাফা সুমন ইসলামের ছেলে সাফা। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে রাফিয়া ও সাফা খেলা করছিল। এক পর্যায়ে তারা ২ জনই নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করেও পায়নি। পরে বাড়ির পাশের পুকুর থেকে ওই ২ শিশুর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রাসহ পরিবারের লোকজন।

পীরগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আনাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন