মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ
  >
জনপদ

শ্রীপুরে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ৬ অক্টোবর , ২০২৪, ১৭:০৯:০০

195
  • শ্রীপুরে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর: শ্রীপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ অক্টোবর) দুপুরে দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নিমুরিয়া গ্রামের গাজীপুর-কালিগঞ্জ আঞ্চলিক রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয়রা ওই রাস্তার পাশে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকে দেখে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে মরদেহের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন