মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ
  >
জনপদ

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ৬ অক্টোবর , ২০২৪, ১৭:৩৬:৫৬

196
  • ছবি : নিউজজি

সিরাজগঞ্জ: কাজিপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সহকারী কমিশনার সাবরিন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. দিদারুল আহসান, শিক্ষা অফিসার হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, সমবায় অফিসার খালেদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম, কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব কাজিপুর উপজেলা ইউনিটের উপদেষ্টা সদস্য পরিমল কুমার তরফদার, সহসভাপতি বিয়াড়া নুরনবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন বাবু।

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সচিবগন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

সেমিনারে বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ে সচেতন করতে করণীয় বিষয় নিয়ে বক্তব্য রাখেন।

তারা বলেন, জনগণ ভোক্তা অধিকার আইন ও অধিকার সম্পর্কে অবহিত না থাকলে এর সুফল থেকে বঞ্চিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে ব্যাপক প্রচার প্রয়োজন। শুধু আইন প্রয়োগ করে পণ্যের ভেজাল রোধ বা ক্রেতা ঠকানো বন্ধ করা সম্ভব নয়। নিজেদের অধিকার সম্পর্কে ভোক্তাদের সচেতন হতে হবে। একই সাথে ব্যবসায়ী-বিক্রেতা এবং উৎপাদনকারীদেরও সচেতন করতে হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন