মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ
  >
জনপদ

নারায়ণগঞ্জের কালীরবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি ৭ অক্টোবর , ২০২৪, ১০:২৭:০৬

219
  • ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ: শহরের কালীরবাজারের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (৬ অক্টোবর) দিনগত রাত একটার দিকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাড়ে ১১টার দিকে কালীরবাজারের মসলা গলি এলাকার ভেতরে হঠাৎ আগুন জ্বলে ওঠে। ধীরে ধীরে আগুনের তীব্রতা বাড়তে শুরু করে। এ সময় মার্কেটের বিভিন্ন মালামাল সরানোর চেষ্টা করেন দোকানিরা। তবে ইতোমধ্যে আগুনে প্রায় ২০-২৫টি দোকান পুড়ে গেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কাজ শুরু করে। সেখানে মসলা, মুদি দোকান, চালের দোকানসহ বিভিন্ন রকমের দোকান রয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাত ১১টা ২৮ মিনিটে শহরের কালীরবাজার মার্কেটে দোকানে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ ও হাজিগঞ্জ ফায়ার স্টেশনের ৫ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। একটি মসলার দোকানে আগুন লাগে। পরে পাশের বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা সম্ভব হবে। এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন