মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ
  >
জনপদ

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কক্সবাজার প্রতিনিধি ৭ অক্টোবর , ২০২৪, ১১:০৬:৪০

165
  • কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কক্সবাজার: উখিয়া ও ঈদগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এছাড়া আরো ২ জন আহত হয়েছে। রোববার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের কোটবাজার-ভালুকিয়া সড়কের মধ্যমরত্না এলাকা এবং রাত ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার খোদাই বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন জানান, রোববার সন্ধ্যায় উখিয়ার কোটবাজার-ভালুকিয়া সড়কের মধ্যমরত্না এলাকায় কোটবাজারমুখি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নুরুল হক নামে একজন নিহত ও ২ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোটবাজার স্টেশনস্থ স্থানীয় ক্লিনিকে ভর্তি করেছে। নিহতের মরদেহ নিজের বাড়িতে রয়েছে।

নিহত নুরুল হক উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের দক্ষিণ বড়বিল এলাকার সুলতান আহমদের ছেলে। তিনি পেশায় ইঞ্জিন মেকানিক। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, রোববার রাত ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার খোদাই বাড়ি এলাকায় বাঁশবাহী মিনিট্রাকের সাথে ইজিবাইকের (টমটম) সংঘর্ষে একজন নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার খোদাই বাড়ি এলাকায় একটি ইজিবাইক দিক পরিবর্তন করে সড়ক পার হচ্ছিল। এ সময় ঈদগাঁও স্টেশনের দিক থেকে আসা বাঁশবাহী একটি মিনিট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ইজিবাইকটির চালক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈদগাঁও স্টেশনের স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন