মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ , ২০ জুমাদিউল আউয়াল ১৪৪৭

দেশ
  >
জনপদ

শেরপুরে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮

নিউজজি ডেস্ক ৭ অক্টোবর , ২০২৪, ১২:৩৬:২৭

261
  • ছবি : সংগৃহীত

ঢাকা: টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যায় পাহাড়ি চার নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি কমলেও ঢলের পানি যেদিক দিয়ে নেমে যাচ্ছে সেসব অঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এছাড়া বন্যায় এখন পর্যন্ত জেলায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি ২ লক্ষাধিক মানুষ বন্যাকবলিত হয়ে চরম দুর্ভোগে পড়েছে।

রোববার (৬ অক্টোবর) বিকেলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বিকাল থেকে রোদ ওঠায় এবং বৃষ্টি কমে যাওয়ায় পানি কমে যাবে। তবে জেলার ৫ উপজেলার বেশিরভাগ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে গত বৃহস্পতিবার রাত থেকে পানিবন্দি হয়ে পড়েছে ভারত সীমান্তবর্তী শেরপুরের তিন উপজেলা। এতে ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এখনও নিম্নাঞ্চলে পানি বেড়েই চলেছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এতে বাড়ছে পানিবন্দি মানুষের সংখ্যা। ডুবে গেছে ২ শতাধিক গ্রাম। তলিয়ে আছে রাস্তাঘাট। ঘরবাড়িতে পানি ওঠায় আশ্রয়কেন্দ্রে ছুটছে মানুষ। দেখা দিয়েছে খাবার সংকট। দুর্গম গ্রামীণ এলাকায় নৌকা ছাড়া যোগাযোগ না করতে পারায় সেখানে ত্রাণ সহায়তা পৌঁছায়নি।

এছাড়া বন্যায় ভেসে গেছে পুকুরের মাছ, সবজির ক্ষেত, কাঁচা-পাকা ঘরবাড়ি ও গবাদি পশু। বিধ্বস্ত হয়েছে কয়েকটি সড়কসহ অসংখ্য গ্রামীণ কাঁচা-পাকা সড়ক। কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। সংকট তৈরি হয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির এবং গোখাদ্যের। জেলা প্রশাসন থেকে ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে।

বন্যাদুর্গত নালিতাবাড়ীতে শনিবার রাত পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর জানা গিয়েছিল। রোববার সন্ধ্যা পর্যন্ত আরো দুজনের মৃত্যুর খবর আসায় ৬ জনে দাঁড়িয়েছে। মৃতরা হলেন নালিতাবাড়ীর নন্নী ইউনিয়নের অভয়পুর গ্রামের বছির উদ্দীনের দুই ছেলে আবু হাতেম ও আলমগীর হোসেন, বাঘবেড় ইউনিয়নের বাঘবেড় গ্রামের মানিক মিয়ার স্ত্রী ওমিজা খাতুন এবং নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রা‌মের ইদ্রিস মিয়া। এর মধ্যে শনিবার রাতে ২ ভাইয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার দুপুরের পর নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে চেল্লাখালী নদীর পানির স্রোতে ভেসে যান তারা। একই সময় সেখানকার বাতকু‌চি গ্রা‌মের জহুরা খাতুন ভেসে গিয়ে নিখোঁজ রয়েছেন। একই দিন গ্রামের ডুবন্ত সড়ক পার হওয়ার সময় ভেসে গিয়ে ইদ্রিস মিয়া এবং বন্যার পানিতে ডুবে ওমিজা খাতুনের মৃত্যু হয়। রোববার খলিশাকুড়ি থেকে খলিলুর রহমান ও সন্ধাকুড়া থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান, ‘বন্যায় নালিতাবাড়ীতে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। এখনও একজন নিখোঁজ আছে।

অপরদিকে বন্যাকবলিত নকলা উপজেলায় ২ জনের মৃত্যুর কথা জানিয়েছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

তিনি জানান, উপজেলার উরফা ইউনিয়নের কুড়েরকান্দায় বন্যার পানিতে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত মোক্তার আলী নামে একজন মারা গেছে। একই উপজেলার গনপদ্দির গজারিয়া বন্যার পানিতে ডুবে আব্দুর রাজ্জাক নামে আরেকজনের মৃত্যু হয়েছে।

শেরপুর পানি উন্নয়ন বোর্ডের দেয়া রোববার বিকালের তথ্য অনুযায়ী, জেলার ভোগাই নদীর পানি ৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং চেল্লাখালীর ৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া অপর দুটি পাহাড়ি নদী মহারশি ও সোমেশ্বরীর পানি বিপৎসীমার নিচে রয়েছে। এদিকে ব্রহ্মপুত্র, মৃগী ও দশানী নদীর পানি বৃদ্ধি পেলেও বিপৎসীমার অনেক নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

জেলা কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত জেলার সাড়ে ৩৫ হাজার হেক্টর জমির আমন ধানের আবাদ পানিতে তলিয়ে গেছে। সাড়ে ৯০০ হেক্টর জমির সবজির আবাদ পানিতে ডুবে আছে।

শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাকিবুজ্জামান খান বলেন, সোমবারের মধ্যে সব নদীর পানি কমবে। উন্নতি হবে বন্যা পরিস্থিতির।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন