মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ
  >
জনপদ

পাঁচবিবি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ৭ অক্টোবর , ২০২৪, ১২:৪৭:৪১

180
  • ছবি : নিউজজি

জয়পুরহাট: আমার সাথে দেখা করতে গেলে কোন মাধ্যম বা দালালের প্রয়োজন নেই। আপনারা যে কোন প্রয়োজনে আমার সাথে সরাসরি দেখা করতে পারবেন। আমার থানার ফোর্স সবসময় আপনাদের সেবায় নিয়োজিত আছে। আমি কোন মাধ্যম বা দালাল পছন্দ করি না।

রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় পাঁচবিবি থানা পুলিশ প্রশাসনের আয়োজনে থানার হলরুমে পাঁচবিবি প্রেসক্লাবের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এমন কথাগুলোই বললেন পাঁচবিবি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওছার হোসেন।

অপরদিকে, পাঁচবিবি প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আজাদ আলী, সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু, আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি সজল কুমার দাস, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মাস্টার, কোষাধক্ষ্য সাখাওয়াত হোসেন, নির্বাহী সদস্য দৈনিক করতোয়ার বাগজানা প্রতিনিধি দুলাল অধিকারী, দৈনিক জবাবদিহির পাঁচবিবি প্রতিনিধি মো. দবিরুল ইসলাম, সময়ের আলোর পাঁচবিবি সংবাদদাতা দেলোয়ার হোসেন ও আমাদের সময়ের পাঁচবিবি প্রতিনিধি উল্লাস কুমার হাজরা।

আরো উপস্থিত ছিলেন দেশেরপত্রের পাঁচবিবি প্রতিনিধি শাহ সুলতান আহমেদ, সাংবাদিক জজ চৌধুরী ও জুয়েলসহ আরো অনেকেই।

পাঁচবিবি থানার পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ তদন্ত এমায়েতুল জিহাদী ও এস আই সুশান্ত কুমার সাহা। এ মত বিনিময় সভায় সাংবাদিকরা মাদকদ্রব্যের অপব্যবহার, সাংবাদিকদেরকে সংবাদ প্রদানে থানা পুলিশের করণীয়সহ পাঁচবিবি থানার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডগুলো তুলে ধরেন এবং নবাগত ওসি তা সমাধানের আশ্বাস প্রদান করেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন