মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ
  >
জনপদ

সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শিউলি আজাদ গ্রেপ্তার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ৭ অক্টোবর , ২০২৪, ১৪:৩৭:০৪

292
  • ছবি : নিউজজি

ব্রাহ্মণবাড়িয়া: সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও সরাইল উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে (শিউলি আজাদ) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) সকালে সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাতে ঢাকার নিকেতনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে রাতেই তাকে সরাইল থানা পুলিশের জিম্মায় দেয়া হয়।

তিনি আরো বলেন, গত ৩ সেপ্টেম্বর সরাইল থানায় করা একটি হত্যা মামলায় উম্মে ফাতেমা নাজমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর উম্মে ফাতেমা নাজমা বেগম, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ৬৭ নেতা-কর্মীর বিরুদ্ধে সরাইল থানায় একটি হত্যা মামলা হয়। তিনি ওই মামলার ৪ নম্বর আসামি। উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা সুলতান উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা আরো ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন