মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ
  >
জনপদ

সরাইলে বিনামূল্যে দেয়া হচ্ছে ছাগল-ভেড়ার পিপিআর ও ক্ষুরা রোগের টিকা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ৭ অক্টোবর , ২০২৪, ১৫:৪১:৪৮

381
  • ছবি : নিউজজি

ব্রাহ্মণবাড়িয়া: সরাইল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে দেয়া হচ্ছে ছাগল-ভেড়ার পিপিআর ও ক্ষুরা রোগের টিকা প্রদান করা হয়েছে।

ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার সদরে গরুর বাজার সংলগ্ন মনোয়ারা হাসপাতাল প্রঙ্গনে এ পিপিআর রোগের টিকা (২য় ডোজ) প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনছুর আহমেদ, ভেটেরিনারি সার্জন ডা. শ্যামল কুমার চৌধুরীসহ এলডিডিপি এর প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. জাহিদ হাসান, অত্র দপ্তরের এফএ (এআই), ভিএফএ, সিইএ এবং সংশ্লিষ্ট ইউনিয়নের ভ্যাক্সিনেটর।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনছুর আহমেদ বলেন, পিপিআর রোগ নির্মূলে বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি যুগান্তকারী পদক্ষেপ।

তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে গত ১ অক্টোবর হইতে সারা বাংলাদেশের ন্যায় সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে একযোগে শুরু হয়েছে বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর রোগের টিকাদান (২য় ডোজ) কর্মসূচী যা চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত।

ভেটেরিনারি সার্জন ডা. শ্যামল কুমার চৌধুরী বলেন, "পিপিআর" ছাগল ও ভেড়ার একটি মারাত্বক ভাইরাস জনিত ছোয়াচে রোগ। এই রোগে আক্রান্ত ছাগলের শতকরা ৫০-৮০ ভাগ মারা যায়। প্রতিরোধ মূলক ব্যবস্থা হিসেবে টিকার বিকল্প নেই। ছাগলের বয়স ৪ মাস হলেই এই রোগের টিকা প্রদান করা যায়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন