মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ
  >
জনপদ

বিজয়নগরে ট্রাক ভর্তি ভারতীয় চিনিসহ আটক ২

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ৭ অক্টোবর , ২০২৪, ১৭:৩২:২০

200
  • ছবি : নিউজজি

ব্রাহ্মণবাড়িয়া: বিজয়নগরে অবৈধ পথে আসা ট্রাক ভর্তি (২৫০ বস্তা) ভারতীয় চিনিসহ নাজমুল হোসেন ও মো. জাকারিয়া হোসেন নামে ট্রাক চালক এবং সহকারীকে আটক করেছে থানা পুলিশ। রোববার (৬ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ এলাকার ইসলামিয়া ফিলিং ষ্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়।

আটক মো. নাজমুল হোসেন পাবনা জেলার ইশ্বরদ্বী উপজেলার চক আল্লাদী গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে ও মো. জাকারিয়া হোসেন পাবনা সদর উপজেলার চর ভাঙ্গাভাড়ীয়া গ্রামের মো. আব্দুল মাজেদ এর ছেলে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম জানান, রাতে এসআই মনির হোসেন, এএসআই মোহাম্মদ আলী জিন্নাহ ও ইসলামপুর ফাড়ির এএসআই মেজবাউল আলমসহ সঙ্গীয়ফোর্স ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসায়। এ সময় ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা একটি ট্রাক ভর্তি (২৫০ বস্তা) চিনিসহ নাজমুল হোসেন ও জাকারিয়াকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন