মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ
  >
জনপদ

এবারের দুর্গাপূজায় থাকছে নিশ্চিদ্র নিরাপত্তা: ঢাকা জেলা এসপি

সভার প্রতিনিধি ৭ অক্টোবর , ২০২৪, ১৯:২৩:২৭

456
  • এবারের দুর্গাপূজায় থাকছে নিশ্চিদ্র নিরাপত্তা: ঢাকা জেলা এসপি

সাভার: ঢাকা জেলার পুলিশ সুপার আহমেদ মঈন বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত হওয়ার সম্ভাবনা নেই।

সোমবার দুপুরে ঢাকার ধামরাইয়ের বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরে দূর্গাপুজার প্রস্তুতি পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি।

ঢাকা জেলার পুলিশ সুপার আহমেদ মঈদ বলেন, এবারের দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের সার্বিক সহযোগিতায় সনাতন ধর্মালম্বীরা নির্বিঘ্নে তাদের উৎসব পালন করতে পারবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে থাকবে গোয়েন্দা নজরদারি।

পুলিশ সুপার আরও বলেন, গত পাঁচ আগস্ট উদ্ভূত পরিস্থিতিতে থানা থেকে অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে। এছাড়া ছাত্র জনতা হত্যার ঘটনায় সম্প্রতি দায়েরকৃত মামলাগুলোতে নিরীহ মানুষকেও ফাঁসিয়ে দিচ্ছে একটি দুষ্টচক্র। তাই যাচাই বাছাই করে মামলা নথিভুক্ত করতে থানাগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

পুলিশ জনগণের বন্ধু। তাই সকলের সহযোগিতায় পুলিশকে আরও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে বলেও মন্তব্য করেন পুলিশ সুপার।

সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়কালে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামসহ প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন