মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ
  >
জনপদ

বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের পোনা বিতরণ সাতকানিয়ায়

চট্টগ্রাম অফিস ১৫ অক্টোবর , ২০২৪, ১৭:০০:৫৪

325
  • বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের পোনা বিতরণ সাতকানিয়ায়

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৪ সালের ভয়াবহ বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনিক ভবনের মাঠে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিভিন্ন জাতের মাছের পোনা বিতরণ করা হয়।

জানা যায়, ২০২৪ সালের বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রায় ১০০ হেক্টর পুকুর প্লাবিত হয়েছিল। ক্ষতিগ্রস্ত খামার, পুকুর ও দিঘীর সংখ্যা ছিল প্রায় ৩ শতাধিক। এতে উপজেলার মৎস্য চাষীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েন। তার মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত ৪১জন প্রান্তিক মৎস্য চাষীর মাঝে পুকুরের পরিমাপ অনুযায়ী ৩৭৫ কেজি কার্প জাতীয় মাছ রুই, মৃগেল, কাতলা, কালিবাউশ ও গনিয়া মাছের পোনা বিতরণ করা হয়েছে।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান, ক্ষেত্র সহকারী মনোজ চৌধুরী ও অফিস সহায়ক বাবলু শীলসহ আরও অনেকে।

সাতকানিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন বলেন, ২০২৪ সালের বন্যায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনেক মৎস্য চাষী ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই সময় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছিলাম। তারই পরিপ্রেক্ষিতে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ক্ষতিগ্রস্ত ৪১ মৎস্য চাষীকে প্রণোদনার অংশ হিসেবে ৩৭৫ কেজি পোনা বিতরণ করা হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন