বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ , ২১ জুমাদিউল আউয়াল ১৪৪৭

দেশ
  >
জনপদ

নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ১৫ অক্টোবর , ২০২৪, ১৭:৩০:৪২

270
  • নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়িকান্দি ইউনিয়ন ধরাভাঙ্গা গ্রামের বালু মহলের অফিস কক্ষের সামনে নদীর তীর স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি একনালা বন্দুক, ৭ রাউন্ড কার্তুজ, ২টি লম্বা দা এবং ১টি ইঞ্জিন চালিত স্পিড বোর্ড উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আরমান (৪২), পিতা- আ. জলিল, কাজী তারেক (৩৪), পিতা-কাজী কালাম,আমজাদ হোসেন (২৭), পিতা-মুক্তার হোসেন, সাজ্জাদ মনা (২২), পিতা-আমজাদ হোসেন, আশরাফুল ইসলাম হিমেল (২০), পিতা- মো. মনির, আবু সাঈদ (২৭), পিতা-বাচ্চু মিয়া। তাদের ৫ জনের বাড়ি নরশিংদি রাইপুরা উপজেলার আলিয়াবাদ গ্রামে, একজনের বাড়ি একয় উপজেলার বাহেরচর গ্রামে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নবীনগর থানায় দুইটি মামলা রুজু করা হয়েছে, যার মধ্যে একটি মামলা অস্ত্র আইনের অধীনে এবং অন্যটি দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা তৎপর থাকবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন