বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ , ২১ জুমাদিউল আউয়াল ১৪৪৭

দেশ
  >
জনপদ

আহত সেই হাতিকে উন্নত চিকিৎসা দিতে নেয়া হয়েছে কক্সবাজারে

চট্টগ্রাম অফিস ১৫ অক্টোবর , ২০২৪, ১৭:৩৯:০০

291
  • আহত সেই হাতিকে উন্নত চিকিৎসা দিতে নেয়া হয়েছে কক্সবাজারে

চট্টগ্রাম: লোহাগাড়ায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় দোহাজারী কক্সবাজার রেললাইনে চট্টগ্রামগামী ঈদ স্পেশাল-১০ ট্রেনের ধাক্কায় গুরুতর আহত বন্য হাতিটিকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নেয়া হয়েছে।

চুনতি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে ক্রেন দিয়ে হাতিটিকে রিলিফ ট্রেনে তোলা হয়। প্রথমে ট্রেনে করে চকরিয়া এবং পরে সেখান থেকে ট্রাকে করে সাফারি পার্কে নেয়া হয়।

সোমবার রাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে হাতিটির সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয় বলে জানা যায়। পরিবেশ মন্ত্রণালয়ের গঠিত সাফারি পার্কের চিকিৎসা দলের নেতৃত্বে আছেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইনসেস ইউনিভার্সিটির প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর।

এ দিকে, আহত হাতিকে উদ্ধার করা হলেও এটি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অনুসন্ধানে জানা যায়, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের মাঝ দিয়ে রেললাইন প্রবাহিত হয়েছে। বন্যহাতির চলাচলের সুবিধার্থে ৩টি আন্ডারপাস ও একটি ওভারপাস নির্মাণ করা হয়েছে। ওভারপাসের সাইডওয়ালে কয়েকটি পকেট গেট রয়েছে। সেগুলো অরক্ষিত থাকায় হাতিটি রেললাইনে ঢুকতে পেরেছিল।

উল্লেখ্য, গত রোববার রাতে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কার্যালয় এলাকায় বন্যহাতিটি গুরুতর আহত হয়। এরপর ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি ডা. হাতেম সাজ্জাত ও মুহাম্মদ জুলকার নাইন প্রাথমিক চিকিৎসা দেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন