বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ , ৯ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ
  >
জনপদ

১৭ বছর পর প্রকাশ্যে বগুড়ায় জামায়াতের রুকন সম্মেলন

বগুড়া প্রতিনিধি ১৫ অক্টোবর , ২০২৪, ১৯:২৩:২০

245
  • ১৭ বছর পর প্রকাশ্যে বগুড়ায় জামায়াতের রুকন সম্মেলন

বগুড়া: আওয়ামী লীগে সরকারের সাড়ে ১৫ বছরসহ দীর্ঘ ১৭ বছর প্রকাশ্যে সম্মেলন করতে পারেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বগুড়ার শাহ ওয়ালিউল্লাহ মিলনায়তনে বগুড়া শহর, জেলা পূর্ব ও পশ্চিম শাখার আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।

রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত অন্তর্বর্তী সরকারকে কোনো অবস্থাতেই ব্যর্থ হতে দেয়া যাবে না। তারাই নানাভাবে সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে।

শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আসম আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টীম সদস্য মাওলানা আব্দুর রহিম ও নজরুল ইসলাম এবং বগুড়া পশ্চিম জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই সম্মেলনে বগুড়া জেলার রুকনরা তাঁদের গোপন ভোটে জেলার নতুন আমির নির্বাচন করবেন। তবে এখানে নিজে থেকে কোনো প্রার্থী থাকবেন না।রুকনরা পছন্দের নেতার নাম লিখে একটি নির্দিষ্ট বাক্সে ফেলবেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন