রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১ , ১০ শাবান ১৪৪৬

শিল্প-সংস্কৃতি

স্বপ্নঘুড়ির প্রথম নাটক 'বোধ' মঞ্চস্থ হবে আজ

নিউজজি ডেস্ক ১২ জুন, ২০২৪, ১৩:৪৪:১০

1
  • স্বপ্নঘুড়ির প্রথম নাটক 'বোধ' মঞ্চস্থ হবে আজ

ঢাকার জাতীয় নাট্যশালায় বুধবার (১২ জুন) সন্ধ্যায় 'বোধ' নাটকের উদ্বোধনী প্রদর্শনী হবে। রেপার্টরি নাট্যদল 'স্বপ্নঘুড়ি' মঞ্চে আনছে নাটক ‘বোধ’। আর এ নাটকের মধ্য দিয়ে নাট্যদলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে মঞ্চ নাটকের দুনিয়ায়।

বুধবার সন্ধ্যায় ঢাকার জাতীয় নাট্যশালায় 'বোধ' নাটকের উদ্বোধনী প্রদর্শনী হবে। নাটকটি লিখেছেন হারুন রশীদ, মঞ্চে নির্দেশনাও দিয়েছেন তিনি। চাকরি জীবন থেকে সদ্য অবসরে যাওয়া এক কর্মকর্তার মনে কিছু প্রশ্ন নিয়ে গড়ে উঠেছে এ নাটকের গল্প।

সেখানে দেখান হয়, সহকর্মীদের বিদায় সংবর্ধনার মধ্য দিয়ে শেষ হয় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা আজমল হকের দীর্ঘ ৩০ বছরের চাকরি জীবন। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য তিনি সুনাম ধরে রেখেছিলেন কর্মজীবনে।

কিন্তু অবসর নিয়ে বাড়ি ফেরা আজমল হকের কাছে উপস্থিত হন তার চাকরি জীবনের পুরনো কিছু মানুষ। তাদের কিছু প্রশ্ন, কিছু জিজ্ঞাসা ঝড় তোলে আজমল হকের বোধের আঙিনায়।

নাটকে অভিনয় করছেন হারুন রশীদ, সিলিভিয়া কুইয়া, তাজউদ্দীন তাজু, নিকিতা নন্দিনী, রাজিব সালেহীন, ঝুমু মজুমদার ও শর্মীমালা। আলোক নির্দেশনায় আছেন ঠান্ডু রায়হান, মঞ্চ পরিকল্পনায় সাজু খাদেম এবং আবহ সংগীত করেছেন রমিজ রাজু।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন