রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ , ২৪ মুহররম ১৪৪৭

শিল্প-সংস্কৃতি

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

নিউজজি ডেস্ক ২৮ মে, ২০২৫, ১৩:০৭:৪১

225
  • সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের পথিকৃৎ চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ ২৮ মে। তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে ১৯৭৬ সালের আজকের দিনে ঢাকায় মৃত্যুবরণ করেন। জয়নুল আবেদিন ১৯১৪ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন।

জয়নুল আবেদিন ১৯৩৩ সালে কলকাতা সরকারি আর্ট স্কুলে ভর্তি হন।

১৯৩৮ সাল পর্যন্ত সেখানে ব্রিটিশ ও ইউরোপীয় ধাঁচের শিল্প নিয়ে পড়াশোনা করেন। একই বছর সর্বভারতীয় চিত্রকলা প্রদর্শনীতে তাঁর আঁকা জলরঙের ছবির জন্য স্বর্ণপদক পান। এই স্বীকৃতি তাঁকে জোরেশোরে আলোচনায় নিয়ে আসে। ১৯৪৭ সালে দেশভাগের পর পূর্ব পাকিস্তানে একটি চিত্রকলা শিক্ষার প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভব করেন জয়নুল আবেদিন।

সে চিন্তা থেকেই ১৯৪৮ সালে পুরান ঢাকার জনসন রোডে ‘গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করা হয়। জয়নুল ছিলেন এর প্রথম শিক্ষক। পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশে একই প্রতিষ্ঠানের নাম রাখা হয় ‘বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়’। ১৯৬৬ সাল পর্যন্ত তিনি এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৪৩ সালের দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ প্রাণ হারায়। জয়নুল আবেদিন দুর্ভিক্ষের ধারাবাহিক চিত্র আঁকেন। তাঁর এই শিল্পকর্ম ‘দুর্ভিক্ষের রেখাচিত্র’ নামে পরিচিত। এই চিত্রকর্মগুলো জয়নুলকে ব্যাপক খ্যাতি এনে দেয়।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন