শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ , ১৬ জিলহজ ১৪৪৬

অর্থ ও বাণিজ্য

মিডল্যান্ড ব্যাংকের স্থানান্তরিত মাধবদী উপ শাখার উদ্বোধন

নিউজজি ডেস্ক ৯ জুলাই , ২০২৪, ১৩:৪৫:২৪

199
  • ছবি: সংগৃহীত

ঢাকা: নরসিংদী জেলার মাধবদীতে মিডল্যান্ড ব্যাংক পিএলসি’র মাধবদী উপশাখাটি সোমবার (০৭ জুলাই) নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। মাধবদী পৌরসভা ভবনে অবস্থিত ব্যাংকের পুরাতন উপশাখাটি এখন থেকে বিল কালেকশন সেন্টার হিসাবে পরিচালিত হবে। ফলে গ্রাহকরা পৌরসভার বিভিন্ন ধরনের বিলসমূহ প্রদান করতে পারবেন।

স্থানান্তরিত উপ শাখাটিতে সব ধরনের আধুনিক ব্যাংকিং সেবার পাশাপাশি একটি ক্যাশ রিসাইকেল মেশিন (সিআরএম) স্থাপন করা হয়েছে যার মাধ্যমে গ্রাহকরা ব্যাংকিং সময়সূচির পরও টাকা জমা ও উত্তলন করতে পারবেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাধবদী পৌরসভার মেয়র মোশারফ হেসেন প্রধান (মানিক), এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যক্তিদেরকে নিয়ে স্থানান্তরিত উপশাখাটির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, শুভনুধ্যায়ী ছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশনস বিভাগের প্রধান মো. রাশেদ আকতার, জেনারেল সার্ভিস বিভাগের প্রধান নুকুল চন্দ্র দেবনাথ, ব্যাংকের নরসিংদী শাখার ম্যানেজার মাহামুদুল হাসান, এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান ইমরান আল হাবিব, রিটেল সেলস ডিপার্টমেন্টের প্রধান মো. আশরাফুল ইসলাম, ব্যাংকের পাচরুখী শাখার ম্যানেজার মো. আব্দুল বারীক, মাধবদী উপ শাখার ম্যানেজার মনির হোসেনসহ ব্যাংকের অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যানের জন্য মহান আল্লাহতালার নিকট দোয়া কামনা করা হয়।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন