বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১ , ২২ রজব ১৪৪৬

অর্থ ও বাণিজ্য

সোসাইটি অব নিউরোসার্জনস’র নতুন কমিটি

নিউজজি ডেস্ক ১৪ জুলাই , ২০২৪, ১৭:১৩:০৫

171
  • ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম।

রোববার (১৪ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএমএমইউ’র নিউরোসার্জারি বিভাগের লেকচার হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সারা দেশের ২৫০ জন নিউরোসার্জন উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন। নির্বাচনে সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. ধীমান চৌধুরী। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন অধ্যাপক ডা. মো. শফিউল আলম। ট্রেজারার নির্বাচিত হয়েছেন সহযোগী অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান।

এ ছাড়া জয়েন্ট সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. মনসুর আহম্মেদ, সায়েন্টিফিক সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ডা. মো. রকিবুল ইসলাম, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি হয়েছেন ডা. আহসান মোহাম্মদ হাফিজ।

কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মো. রাজিউল হক, অধ্যাপক ডা. মইনুল হক সরকার, অধ্যাপক ডা. সৌমিত্র সরকার, ডা. মো. রবিউল করিম ও অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল হোসেন।

নিউজজি/এস দত্ত/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন