রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ , ২৬ রজব ১৪৪৬

অর্থ ও বাণিজ্য

এফএসআইবি পিএলসির এ্যানুয়াল রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত

নিউজজি ডেস্ক ১০ ডিসেম্বর , ২০২৪, ১৮:২৯:৩৬

91
  • সংগৃহীত

ঢাকা: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসআইবি) পিএলসির কর্মকর্তাদের অংশগ্রহণে ‘এ্যানুয়াল রিস্ক কনফারেন্স-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের (ডিওএস) পরিচালক আ. ন. ম. মঈনুল কবীর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়া। সম্মেলনে ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের ডিওএস’র যুগ্ম পরিচালক মাহমুদা হক।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ, মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ আকমল হোসেন, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ হাবিবুর রহমান, রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান আলী নাহিদ খান, সকল আঞ্চলিক প্রধান এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও শাখার দ্বিতীয় কর্মকর্তারা সম্মেলনে অংশগ্রহণ করেন।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন