রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ , ২৬ রজব ১৪৪৬

অর্থ ও বাণিজ্য

নতুন রূপে ইস্টার্ন ব্যাংকের প্লাটিনাম একুয়া প্রিপেইড কার্ড

নিউজজি ডেস্ক ১২ ডিসেম্বর , ২০২৪, ১৮:২৪:০৮

93
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: মইস্টার্ন ব্যাংক তাদের পেমেন্ট নেটওয়ার্ক পার্টনার মাস্টারকার্ডের সহযোগিতায় ব্যাংকটির জনপ্রিয় প্লাটিনাম একুয়া প্রিপেইড কার্ড নতুন রূপে চালু করেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গুলশানে ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এরগোনমিক ভার্টিক্যাল এই কার্ডটির উদ্বোধন করা হয়।

নতুন এই কার্ডে বেশ কিছু অতিরিক্ত ফিচার যুক্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘মাস্টারকার্ড ফ্লাইট ডিলে পাস’, যা বিশেষ জরুরী অবস্থায় আকাশভ্রমণকারীদের আকর্ষণীয় সুবিধা প্রদান করবে।

ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন এ প্রসঙ্গে বলেন, “আমরা আরও বেশি উদ্ভাবনী ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণের মাধ্যমে ব্যাংকিং সেবায় এক্সীলেন্সের নতুন স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠা করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের চুড়ান্ত লক্ষ্য হলো, ব্যাংকিং সেবাকে আরও নিরাপদ, নির্ভরযোগ্য ও ঝামেলামুক্ত করা”।

ইস্টার্ন ব্যাংকের একুয়া প্রিপেইড কার্ডটি ব্যাংকের কার্ডের ইতিহাসে সবচেয়ে বেশি সাফল্য ও জনপ্রিয়তা অর্জন করেছে। অধিকতর সুরক্ষা ও নির্ঝঞ্ঝাট লেনদেনের জন্য কার্ডটি বিশেষভাবে পরিচিত। এতে রয়েছে সহজ ক্যাশ টপআপ, ডুয়েল কারেন্সীসহ অন্যান্য আকর্ষণীয় সুবিধা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, পরিচালক সোহেল আলীম; ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন