সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

অর্থ ও বাণিজ্য

০৫ বছর মেয়াদী বাংলাদেশ গভর্নমেন্ট টে্রজারি বন্ড বিক্রয় (নতুন ইস্যু)-এর নিলাম নোটিশ

নিউজজি ডেস্ক ৭ ফেব্রুয়ারি , ২০২৫, ১১:৩৯:০৭

121
  • ০৫ বছর মেয়াদী বাংলাদেশ গভর্নমেন্ট টে্রজারি বন্ড বিক্রয় (নতুন ইস্যু)-এর নিলাম নোটিশ

ঢাকা: ০৫ বছর মেয়াদী বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রয়ের নিলাম আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রোজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত হবে। এ নিলামে ০৫ বছর-মেয়াদী ৪,০০০.০০ (চার হাজার) কোটি টাকা অভিহিত মূল্যে র (Face Value) বন্ড ইস্যু করা হবে। ০৫ বছর মেয়াদী বন্ডের জন্য বার্ষিক Cut-off Yield হারে কুপন/ মুনাফা ষান্মাষিক ভিত্তিতে পরিশোধ্য হবে। নিলামে কেবল সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলারের ভূমিকায় নিয়োগপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ বিড দাখিল করতে পারবে। তবে, অন্যান্য  ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও (নিজস্ব  খাতে বা তাদের ব্যক্তি / প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের জন্য)

প্রাইমারি ডিলারের মাধ্যমে অকশনে বিড দাখিল করতে পারবেন। অভিহিত মূল্যে (Face Value) প্রতি ১০০.০০ টাকা মূল্যের বন্ড ক্রয়ের জন্য কাঙ্ক্ষিত Yield-হার ও বন্ড ক্রয়ের পরিমাণ উল্লেখ করে নিলামের তারিখ সকাল ১০:০০ টা হতে বেলা ১২:৩০ ঘটিকার

মধ্যে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বাংলাদেশ  ব্যাংকে স্থাপিত FMI এর মাধ্যমে বিড দাখিল করতে হবে। তবে, বিশেষ কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিভাগের পূর্বানুমতি সাপেক্ষে পূর্বে অনুসৃত ম্যানুয়াল (Bids in Sealed Covers) পদ্ধতিতে বিড দাখিল করা যেতে পারে। নিলামে অংশগ্রহণের বিশদ পদ্ধতিগত নির্দেশনা ইতোমধ্যে  প্রাইমারি ডিলারসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পত্রযোগে জানানো হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন