মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ , ১২ মুহররম ১৪৪৭

অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে ইতিহাস গড়ল স্বর্ণের দাম

নিউজজি ডেস্ক ১৩ জুন , ২০২৫, ১২:২৬:৩৯

95
  • ছবি: সংগৃহীত

ঢাকা: ইসরায়েল কর্তৃক ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে বাড়তে থাকা উত্তেজনার প্রভাবে দুবাইয়ে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। শুক্রবার (১৩ জুন) সকালে দুবাইতে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে দাঁড়িয়েছে ৩৮২.২৫ দিরহাম, যা এ পর্যন্ত সর্বোচ্চ সরকারি রেট। খবর গালফ নিউজ

বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে বেড়ে প্রতি আউন্সে ৩ হাজার ৪২৯ ডলার ছুঁয়েছে। স্বর্ণের এই দাম বৃদ্ধির পেছনে প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা, যার ফলে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণে ঝুঁকছেন।

দুবাই বাজারে ২৪ ক্যারেট স্বর্ণের দামও দাঁড়িয়েছে ৪১২.৭৫ দিরহাম। বৃহস্পতিবার এই রেট ছিল ৪১২.৫০ দিরহাম, অর্থাৎ স্বল্প সময়েই দাম আরও বেড়েছে।

বিশ্লেষকদের মতে, এই ধারা অব্যাহত থাকলে ২২ ক্যারেট স্বর্ণের দাম খুব দ্রুত ৩৯০ দিরহাম ছুঁতে পারে, যা হবে একটি নতুন মাইলফলক।

বাজারে উদ্বেগ ছড়িয়েছে আরেকটি দুঃসংবাদের মাধ্যমে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইট বিধ্বস্ত হয়। দুবাই গোল্ড সুকের ব্যবসায়ীদের মতে, গুজরাট থেকেই প্রচুর হীরার গয়না ও ক্রেতা আসে। ফলে এ দুর্ঘটনার মানবিক প্রভাব ছাড়াও ব্যবসায়িক প্রভাবও পড়েছে বাজারে।

এক স্বর্ণ ব্যবসায়ী বলেন, ‘আমাদের অনেক কর্মী গুজরাট থেকে এসেছেন। এই দুর্ঘটনা আমাদের অনেকের পরিবারকেও নাড়িয়ে দিয়েছে।’

বিশেষজ্ঞদের মতে, এ মুহূর্তে স্বর্ণের বাজার অস্থির হলেও প্রবণতা ঊর্ধ্বমুখী। তাই যারা স্বর্ণে বিনিয়োগ করতে চান, তাদের পরামর্শ দেয়া হচ্ছে কিছুদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে।

একজন খুচরা ক্রেতা বলেন, ‘এখন স্বর্ণের গয়না কেনার সময় নয়, বরং পুরনো গয়না বদলে নেয়াই বুদ্ধিমানের কাজ।’

বিশ্লেষকেরা বলছেন, যদি স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলার প্রতি আউন্স ছুঁয়ে ফেলে, তাহলে তা আরও ওপরে উঠে যেতে পারে, এমনকি স্বল্প সময়ের মধ্যেই নতুন এক রেকর্ড তৈরি হতে পারে।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন