রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ , ২৪ মুহররম ১৪৪৭

অর্থ ও বাণিজ্য

খেলাপি ঋণ বেড়ে ৪ লাখ ২০ হাজার কোটি টাকা

নিউজজি ডেস্ক ১৬ জুন , ২০২৫, ১১:০৩:০০

81
  • সংগৃহীত

ঢাকা: দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আওয়ামীলীগ সরকারের সময়ে নানা কৌশলে আড়াল করে রাখা খেলাপি ঋণের তথ্য ক্রমেই প্রকাশিত হচ্ছে। আর তাতেই প্রকৃত চিত্র স্পষ্ট হয়ে উঠছে। মার্চ প্রান্তিক শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৪ কোটি টাকা। এটি মোট ঋণের ২৪ দশমিক ১৩ শতাংশ।

রোববার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ বিবরণী থেকে এ তথ্য উঠে এসেছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের নজরদারি ও নিয়মনীতি কঠোরভাবে প্রয়োগের ফলে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের প্রকৃত চিত্র একে একে সামনে আসছে। এতদিন যেসব ঋণ পরিশোধ না করেও কাগজে-কলমে ‘নিয়মিত’ বা ‘ভালো’ হিসেবে দেখানো হতো, এখন সেগুলো রূপ নিচ্ছে মন্দ ঋণে। ফলে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় নানা সুবিধা নিয়ে বিতরণ করা বিতর্কিত ঋণগুলো এখন দৃশ্যমান হতে শুরু করেছে। বাড়ছে মন্দ ঋণের পাল্লা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুনায়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময়ে দেশে খেলাপি ঋণ বেড়েছে ৭৪ হাজার ৫৭০ কোটি টাকা। গত ডিসেম্বরে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা, যা মার্চ শেষে বেড়ে ৪ লাখ ২০ হাজার ৩৩৫ কোটি টাকা হয়েছে। এ সময়ে মোট বিতরণ করা ঋণের পরিমাণ স্থিতি দাঁড়ায় ১৭ লাখ ৪১ হাজার ৯৯২ কোটি টাকা।

খেলাপি ঋণে সবচেয়ে খারাপ অবস্থা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে। এসব ব্যাংকে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৪৫.৭৯ শতাংশ, যেখানে ২০২৪ সালের ডিসেম্বর শেষে এই হার ছিল ৪২.৮৩ শতাংশ। এই ব্যাংকগুলোতে ঋণের পরিমাণ তিন লাখ ১৯ হাজার ৭০৮ কোটি টাকা। এর মধ্য এক লাখ ৪৬ হাজার ৪০৬ কোটি টাকার ঋণ এখন খেলাপি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ ১৩ লাখ ১০ হাজার ৩৮৪ কোটি টাকা; যার ২০ দশমিক ১৬ শতাংশ বা দুই লাখ ৬৪ হাজার ১৯৫ কোটি টাকা খেলাপি ঋণ, আগের প্রান্তিকে যা ছিল ১৫.৬০ শতাংশ। বিশেষায়িত ব্যাংকগুলোর ঋণের ১৪ দশমিক ৪৭ শতাংশ এবং বিদেশি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার ৪ দশমিক ৮৩ শতাংশ।

গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে–বেনামে যে অর্থ বের করে নেওয়া হয়েছে, নিয়মনীতি স‌ঠিক পরিপালনের কারণে এখন তা খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। ফলে খেলাপি ঋণ এক বছরের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে।

তথ্য বলছে, ২০২৪ সালের মার্চ প্রান্তিকে শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা। যা ওই সময়ের বিতরণ করা ঋণের ১১ দশমিক ১১ শতাংশ। সে হিসেবে এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ ৩৮ হাজার ৪০ কোটি টাকা।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন