মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০ , ২২ জুমাদিউল আউয়াল ১৪৪৫

অর্থ ও বাণিজ্য

রোমানিয়ার ওয়েমজার পণ্য বাজারজাত করতে চায় বাংলাদেশে

নিউজজি প্রতিবেদক ২৭ জুলাই , ২০২২, ২১:৩১:৩১

781
  • ওয়েমজারের ব্যবস্থাপনা পরিচালক আমিন জামান সভায় তার অভিজ্ঞতা তুলে ধরেন

রোমানিয়ার বিখ্যাত অটোমোবাইলস কোম্পানি ওয়েমজার উৎপাদিত গাড়ির যন্ত্রাংশ বাংলাদেশে বাজারজাত করতে চায়। পণ্য বাজারজাত করার আগে বুধবার (২৭ জুলাই) ঢাকার একটি হোটেলে ওয়েমজার চ্যানেল পাটনার্স কর্তৃপক্ষ একটি সভার আয়োজন করে।

সেই অনুষ্ঠানে রোমানিয়ার অটোমোবাইলস কোম্পানির উৎপাদিত গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের প্রদর্শনী করা হয়।

ওয়েমজার ইন্ডাস্ট্রিজ এস আর এল এই প্রদর্শনীর আয়োজন করে এবং ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশের জেড এম রিসোর্সেস। ওয়েমজার বর্তমানে টয়োটা, নিশান, হিউন্দাই, কিয়াসহ বিভিন্ন ব্যান্ডের অটোপার্টস বাজারজাত করে; যা তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ায় উৎপাদিত।

প্রদর্শনীতে ঢাকার মোটরপার্টস আমদানীকারক বিভিন্ন প্রতিষ্ঠান, ডিলার ও ক্রেতা-বিক্রেতারা 

প্রদর্শনীতে ঢাকার মোটরপার্টস আমদানীকারক বিভিন্ন প্রতিষ্ঠান, ডিলার ও ক্রেতা-বিক্রেতারা অংশ নেন। সেখানে স্থানীয় বাজার অভিজ্ঞতা, ক্রেতাদের চাহিদা, বাজারের ধরণসহ ইত্যাদি বিষয়ে তথ্য আদান-প্রদান করেন উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

অনুষ্ঠানে ওয়েমজারের ব্যবস্থাপনা পরিচালক আমিন জামান আন্তর্জাতিক বিভিন্ন বাজারে কোম্পানির অভিজ্ঞতা তুলে ধরেন এবং আগত ব্যবসায়ীরা এসব অটোপার্টস সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।

একইসঙ্গে গুণগতমানের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে অটোপার্টস বাজারজাতকরণের সঙ্গে যুক্ত থাকার কথা জানান ব্যবসায়ীরা।

এ সময় ওয়েমজার কতৃপক্ষ ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী পণ্য বিপননের বিষয়ে তাদের কার্যক্রম শুরু করার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

 

নিউজজি/শানু

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন