শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ , ৩ রবিউল আউয়াল ১৪৪৬

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

এআইবিপিএলসি’র নতুন এএমডি শাব্বির আহমেদ

নিউজজি ডেস্ক ১ আগস্ট , ২০২৪, ১৩:১২:২৩

101
  • ছবি : সংগৃহীত

ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি’র নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হয়েছেন শাব্বির আহমেদ। এ পদে নিয়োগের আগে তিনি ৮ এপ্রিল ২০১৯ তারিখ থেকে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এআইবি পিএলসিতে যোগদানের পূর্বে তিনি ওয়ান ব্যাংকে অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

শাব্বির আহমেদ বেসিক ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ১৯৮৯ সালে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি আইএফআইসি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, দি সিটি ব্যাংক এবং ন্যাশনাল হাউজিং ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।

ব্যাংকিং অপারেশন বিশেষ করে বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য এবং মার্কেটিং কার্যক্রমে তাঁর রয়েছে অপার অভিজ্ঞতা। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বহু প্রতিষ্ঠান থেকে ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং দেশে ও বিদেশে অনুষ্ঠিত ব্যাংকিং এবং আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেছেন।

শাব্বির আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন।

নিউজজি/ পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন