শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ , ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

প্রোস্টেট ক্যান্সার চিকিৎসার ওষুধ বাজারজাত করছে রেনাটা

নিউজজি ডেস্ক ৯ মে , ২০২২, ১২:১৪:৩১

304
  • প্রোস্টেট ক্যান্সার চিকিৎসার ওষুধ বাজারজাত করছে রেনাটা

ঢাকা : রেনাটা লিমিটেড, বাংলাদেশে প্রথমবারের মতো ‌‘রেলুপ্রোস ১২০মি.গ্রা. ট্যাবলেট’ বাজারজাত করছে। যাতে রয়েছে রেলুগোলিক্স ১২০মি.গ্রা.। প্রোস্টেট ক্যান্সার পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় এবং বয়স বাড়ার সাথে সাথে প্রকোপ বৃদ্ধি পায়। 

বিশ্বব্যাপী বার্ষিক ১৪ লাখ এর বেশি পুরুষ এই রোগে আক্রান্ত হয় এবং পৌনে ৪ লাখের বেশি মৃত্যু ঘটে। রোগীর সংখ্যায় ইহা বিশ্বে তৃতীয় সর্বাধিক এবং ক্যান্সারজনিত মৃত্যুর অষ্টম কারণ।

এখন পর্যন্ত প্রোস্টেট ক্যান্সার ব্যবস্থাপনার জন্য অ্যান্ড্রোজেন ডেপ্রিভেশন থেরাপি অপরিহার্য। রেলুগোলিক্স হল প্রথম মুখে খাবার গোনাডোট্রপিন-রিলিজিং হরমোন রিসেপ্টর এন্টাগোনিস্ট যা মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা ১৮ ডিসেম্বর, ২০২০-এ অনুমোদিত হয়। রেলুগোলিক্সের আগে প্রোস্টেট ক্যান্সার চিকিৎসার জন্য শুধুমাত্র ইনজেকশনজাতীয় ওষুধ ব্যবহার হত।

রেলুপ্রোস (রেলুগোলিক্স) অধিক কার্যকরী, দৈনিক একবার সেব্য এবং রোগীদের জন্য আরও সাশ্রয়ী। রেলুপ্রোস (রেলুগোলিক্স) বাজারজাত করার মাধ্যমে রেনাটা আবারও রোগীদের জন্য আধুনিক ও উন্নত মানের এবং সাশ্রয়ী মূল্যের ওষুধ বাজারজাত করার প্রতিশ্রুতি প্রমাণ করেছে। সকল শ্রেণির রোগীদের ক্রয় ক্ষমতা বিবেচনা করে রেনাটা প্রতিটি রেলুপ্রোস ১২০মি.গ্রা. ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য ২৫০ টাকা নির্ধারণ করেছে। রেনাটা নিজস্ব ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে এবং বিনা পরিবহন খরচে ওষুধটি রোগীদের হাতে পৌঁছে দেবে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন