শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ১৮ লাখ টাকা দিল আইডিএলসি

নিউজজি প্রতিবেদক : ৫ জুন , ২০২২, ২২:০৪:১০

253
  • -সংগৃহীত

ঢাকা: আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ২০২২ সালের মোট সিএসআর বাজেটের ৫ শতাংশের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে দিয়েছে। রোববার বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

এতে বলা হয়, আইডিএলসি চলতি বছরের ১ জুন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ‌১৮ লাখ টাকার সমপরিমাণ চেক হস্তান্তর করেছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সরকারের একটি ট্রাস্ট ফান্ড, যা যোগ্যতার ভিত্তিতে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উপবৃত্তি প্রদান করে থাকে।

আইডিএলসির সিইও অ্যান্ড এমডি এম জামাল উদ্দিন বলেন, “দেশের সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষার সুযোগ প্রদানের লক্ষ্যে আইডিএলসি সবসময়ই অত্যন্ত সক্রিয়। এই সময়োপযোগী উদ্যোগের জন্য আমি বাংলাদেশ ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দেশের বঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষার সহায়তায় যে অবদান রেখে চলেছে, আমরা তার অংশীদার হতে পেরে অত্যন্ত আনন্দিত।

নিউজজি/শানু

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন