শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

পোশাক শিল্পকর্মীর অগ্রগতিতে প্রশিক্ষক প্রশিক্ষণ

নিউজজি প্রতিবেদক : ৯ জুন , ২০২২, ০০:১৯:৫৫

314
  • পোশাক শিল্পকর্মী ও পরিবারের সদস্যদের ব্যক্তিগত অগ্রগতি ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধি বিষয়ক অনুষ্ঠান আয়োজক ও আমন্ত্রিত অতিথিরা

ঢাকা: পোশাক শিল্পকর্মী ও পরিবারের সদস্যদের ব্যক্তিগত অগ্রগতি ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধি বিষয়ক অনুষ্ঠান তৈরিতে কমিউনিটি রেডিওর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৬ থেকে ৮ জুন পর্যন্ত  ঢাকায় অনুষ্ঠিত হয়েছে প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা।

কর্মশালার উদ্দেশ্য হলো- কার্যকরী যোগাযোগ কৌশল, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণ, সময় ও মানসিক চাপ ব্যবস্থাপনা, অর্থনৈতিক সাক্ষরতা, পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে রেডিও সম্প্রচাকারীদের ধারণা প্রদান এবং উল্লেখিত বিষয়ে সৃজনশীলভাবে রেডিও অনুষ্ঠান তৈরির জন্য সম্প্রচারকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিকরণ। কর্মশালায় দেশের ১০টি কমিউনিটি রেডিওর ১৭ জন সম্প্রচারকারী অংশগ্রহণ করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কিত প্রাথমিক ধারণা, সমস্যা মোকাবেলা ও সমস্যা সমাধানের ধাপ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণে ঐক্যমত তৈরিতে যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেন।

বিষয়গুলো নিয়ে আলোচনা করেন স্ট্যান্ডার্ড গ্রুপের ওয়েলফেয়ার ম্যানেজার জাকিয়া ফেরদৌস, নেক্সাস টেলিভিশনের কারেন্ট এডিটর অ্যাফেয়ার্স আমীন আল রশীদ এবং ফ্রিল্যান্স কন্সালটেন্ট রেজা মাহমুদ আল হুদা।

কর্মশালার বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো সিনিয়র সহকারী সচিব মুশতানজিদা পারভীন এবং লীনা নাসরিন, প্রোগ্রাম ম্যানেজার, পেস গ্লোবাল ইন্সিয়েটিভস, গ্যাপ ইন।

উল্লেখ্য, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) গ্যাপ ইন -এর সহায়তায় কারিগরি ও জীবন দক্ষতা উন্নয়নের মাধ্যমে গ্রামীণ যুব ও যুব নারীদের বিশেষ করে পোশাক শিল্প কর্মীদের সক্ষমতা বৃদ্ধি করতে কমিউনিটি রেডিওর মাধ্যমে পোশাক শিল্পকর্মী ও পরিবারের সদস্যদের ব্যক্তিগত অগ্রগতি ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধি বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্পের আওতায় ২০ জন কমিউনিটি রেডিও সম্প্রচারকারীকে প্রশিক্ষক হিসেবে মনোনয়ন করা হয়।

 

নিউজজি/শানু

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন