শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ , ১০ শাওয়াল ১৪৪৫

অর্থ ও বাণিজ্য
  >
অর্থনীতি

মুনাফা কমেছে ওয়ালমার্টের

নিউজজি ডেস্ক ২২ মে , ২০২২, ১১:৪০:৩৬

244
  • মুনাফা কমেছে ওয়ালমার্টের

ঢাকা : চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শক্তিশালী বিক্রির কথা জানিয়েছে ওয়ালমার্ট। তবে উচ্চমূল্যস্ফীতির কারণে মার্কিন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটির মুনাফা ধাক্কা খেয়েছে। খাদ্য ও জ্বালানির ক্রমবর্ধমান দাম এবং বৈশ্বিক সরবরাহ চেইনে প্রতিবন্ধকতা ওয়ালমার্টের কাঁচামাল ব্যয় বাড়িয়ে দিয়েছে। খবর এপির

প্রথম প্রান্তিকের ফলাফল ঘোষণা করা প্রথম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর একটি ওয়ালমার্ট। গতকাল সংস্থাটি পূর্ণ বছরের মুনাফার পূর্বাভাসও কমিয়েছে। এ খবরের পর গতকাল পুঁজিবাজারে সংস্থাটির শেয়ারদর ৮ শতাংশেরও বেশি কমে গেছে।

মহামারীর প্রথম দিকে অন্যান্য বড় খুচরা বিক্রেতাদের মতো ওয়ালমার্টও উপকৃত হয়েছিল। কারণ ঘরবন্দি সময়ে লোকেরা অনলাইন কেনাকাটায় অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছিল। তবে বর্তমানে মহামারীর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় অনলাইনে কেনাকাটাও কিছুটা কমে গেছে। অনেক মানুষ অনলাইনের পরিবর্তে এখন সরাসরি দোকানে যাওয়া বেশি পছন্দ করছেন। যদিও বৈশ্বিক সরবরাহ চেইন ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতি খুচরা বিক্রেতা সংস্থাগুলোর সামনে চ্যালেঞ্জ তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বর্তমানে চার দশকের সর্বোচ্চ উচ্চতায় রয়েছে। এ অবস্থায় ওয়ালমার্টের প্রধান নির্বাহী ডগ ম্যাকমিলন ব্যবসায়িক পরিবেশকে অস্বাভাবিক হিসেবে চিহ্নিত করেছেন এবং মুনাফা হ্রাসকে অপ্রত্যাশিত বলেছেন।

বছরের প্রথম তিন মাসে ২০৫ কোটি ডলার বা শেয়ারপ্রতি ৭৪ সেন্ট মুনাফা পেয়েছে ওয়ালমার্ট। জ্যাকস ইনভেস্টমেন্ট রিসার্চের সমীক্ষা অনুসারে, শেয়ারপ্রতি সামঞ্জস্যপূর্ণ মুনাফার পরিমাণ মোট ১ ডলার ৩০ সেন্ট। যদিও এটি ওয়াল স্ট্রিটের পূর্বাভাস শেয়ারপ্রতি ১ ডলার ৪৮ সেন্ট থেকে অনেক কম।

যেখানে গত বছরের এ সময়ে সংস্থাটির মুনাফা ছিল ২৭৩ কোটি ডলার কিংবা শেয়ারপ্রতি ৯৭ সেন্ট। এ সময়ে সংস্থাটির বিক্রি ২ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৪ হাজার ১৫৭ কোটি ডলার। এ আয়ের পরিমাণ বিশ্লেষকদের পূর্বাভাস ১৩ হাজার ৮৮০ কোটি ডলারকে ছাড়িয়ে গেছে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন