মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ , ৭ শাওয়াল ১৪৪৫

অর্থ ও বাণিজ্য
  >
শেয়ার বাজার

সব সূচকের উত্থানে শঙ্কা উধাও, লেনদেন বেড়ে ৭৫৪ কোটি

নিউজজি প্রতিবেদক ২১ এপ্রিল , ২০২২, ১৬:৩৬:৫৬

290
  • স্টক নাউ- গ্রাফ

ঢাকা: দরপতনের শঙ্কা উধাও। সপ্তাহের শেষ দিনে বৃহস্পতিবার সব আশঙ্কা কাটিয়ে পুঁজিবাজারে ফিরেছে অনেকটা চাঙাভাব। ফলে মঙ্গল ও বুধবারের মতোই সপ্তাহের পঞ্চম ও শেষ কর্মদিবসে লেনদেন সামান্য বেড়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৭৫৪ কোটি ৭ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার ও ইউনিটের।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সব সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন লেনদেন হওয়া ৩৮০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩০০ প্রতিষ্ঠানের শেয়ারের।

এতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৫৭ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৪৩ পয়েন্ট। সূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় একদিনে বিনিয়োগকারীদের হারানো পুঁজি ফিরেছে প্রায় ৪ হাজার কোটি (৩ হাজার ৭৯৬কোটি ৮৯ লাখ ৩১ হাজার) টাকা। এর ফলে রবি ও সোমবার দরপতনের পর টানা তিনদিন উত্থান হলো।

পুঁজি ফেরাতে বড় ভূমিকা রেখেছে প্রকৌশল, বস্ত্র, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার। বৃহস্পতিবার এসব খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে পুঁজিবাজারে উত্থান হয়েছে।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৩৮০টি প্রতিষ্ঠানের ১৮ কোটি ১২ লাখ ৩০ হাজার ৯৮১টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৩০০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫৫টির, আর অপরিবর্তিত রয়েছে ২৫টির।

অধিকাংশ কোম্পানির শেয়ারে দাম বাড়ায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৫৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়েছে ১০ দশমিক ৫০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক বেড়েছে ১৪ দশমিক ২৩ পয়েন্ট।

ডিএসইতে লেনদেন হয়েছে ৭৫৪ কোটি ৭ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার ও ইউনিটের। এর আগের দিন বুধবারি লেনদেন হয় ৬০৫ কোটি ৯৭ লাখ ১৬ হাজার টাকার শেয়ার।

 

নিউজজি/শানু

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন