শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ , ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থ ও বাণিজ্য
  >
শেয়ার বাজার

ফারইষ্ট ইসলামী লাইফের ১৫০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ

নিউজজি প্রতিবেদক ২১ এপ্রিল , ২০২২, ১৭:২৬:২৯

356
  • ছবি: সংগৃহীত

ঢাকা: ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৫০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে। দাবি পরিশোধ উপলক্ষে বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাজধানীর তোপখানায় কোম্পানির নিজস্ব ভবনে বিশষে সভা করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেন এফসিএ।

ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ড. মো. ইব্রাহীম হোসেন খান, শেখ মামুন খালেদ (পিএইচডি), জহুরুল ইসলাম চৌধুরী, মোজাম্মেল হক, মোস্তফা জামানুল বাহার এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিনসহ অনেকে।

অনুষ্ঠানে বীমা গ্রাহকের ১৫০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করা হয়েছে। কোম্পানির নতুন পর্ষদ ৪১৩ কোটি টাকার বকেয়া দাবি পরিশোধের নেয়।

কোম্পানির চেয়ারম্যান শেখ কবির হোসেন আশাবাদ ব্যক্ত করেন, দেশের শীর্ষস্থানীয় বীমা কোম্পানিটি শিগগিরই গ্রাহক এবং জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে তার গৌরব সমুন্নত রাখবে।

 

নিউজজি/শানু

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন