শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ , ১০ শাওয়াল ১৪৪৫

অর্থ ও বাণিজ্য
  >
শেয়ার বাজার

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে পুঁজিবাজারে

নিউজজি প্রতিবেদক ৩১ মে , ২০২২, ১৩:১৪:৩৫

305
  • সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে পুঁজিবাজারে

ঢাকা : দেশের পুঁজিবাজারে চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে।

বাজার পর্যবেক্ষ‌ণে দেখা যায়, আজ সকাল ১০ টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইএক্স সূচকে পয়েন্ট যোগ হতে থাকে। তবে মাঝে সূচকটি কিছুটা কমলেও বেলা সাড়ে ১১ টা পর্যন্ত আগের দিনের চেয়ে প্রায় ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এসময় পর্যন্ত ২ প‌য়েন্ট বেড়ে ২ হাজার ৩৫৩ ও শরিয়াহ সূচক ডিএসইএস ১ পয়েন্ট বেড়ে ১ হাজার  ৪০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রথম দেড় ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও কর্পোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ১৫৫টির, আর অপরিবর্তিত রয়েছে ৬০ টি সিকিউরিটিজের বাজারদর। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ২১০ কো‌টি ৯৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন